শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউপির টাইলা(বড়বাড়ি) গ্রামের সুজিত রজ্ঞন দাস ও স্বর্গীয় অনিতা রানী দাসের দ্বিতীয় ছেলে এবং সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের কাকাতো ভাই সুজন কুমার দাসের সাথে দিরাই পৌরসভার হারানপুর এলাকার বাসিন্দা বণমালী দাস ও শীলা দাসের একমাত্র মেয়ে রিপা দাসের বিবাহ সম্পন্ন হয়েছে।
গতকাল ২৯ সেপ্টেম্বর(রোজ রবিবার) রাতে দিরাই বাগানবাড়ি কমিউনিটি সেন্টার উভয়পক্ষের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে হিন্দু ধর্মীয় রীতি অনুসারে এ বিবাহ সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিরাই যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়,সাংবাদিক কুলেন্দু শেখর দাস,বরের বড় বোন প্রিয়াংঙ্গা দাস,ভগ্নিপতি শিক্ষক নীলকন্ঠ দাস,বড়ভাই লন্ডন প্রবাসী সুদীপ্ত দাস তার সহধর্মিনী মুন্না দাস,সাংবাদিক বদরুল ইসলাম বদরুল,সাংবাদিক নাঈম তালুকদার ও তোফায়েল মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। আগামী ২ অক্টোবর রোজ বুধবার টাইলা গ্রামে বরের নিজ বাড়িতে বৌভাত অনুষ্ঠিত হবে এতে সবাই আমন্ত্রিত। সুজন রিপা দম্পতি সকলের আর্শীবাদ ও দোয়া কামনা করছেন।