তমিজ উদ্দিন চৌধুরী, ফেনী প্রতিনিধি।
২০২৪ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৯ টি। নিবন্ধন বাতিল হওয়া দলের সংখ্যা ৪টি। মোট রাজনৈতিক দল সংখ্যা ৫৩টি। এ ছাড়াও অনিবন্ধিত রাজনৈতিক দল আছে ১৩ টি। আঞ্চলিক দল আছে ২টি। এদের আবার মতাদর্শ ও অবস্থান আলাদা। আঞ্চলিক ২টি দল হচ্ছে “পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এন এস লারমা)” ও ” ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)”। ১৩ টি অনিবন্ধিত ও ৪টি নিবন্ধন বাতিল হওয়া দলের মতাদর্শ ও অবস্থান বাদ দিলেও বাকীদের মতাদর্শ ও অবস্থান এর গ্রহন যোগ্যতায় আছে অনেক ভিন্নতা। অবস্থান গত বামপন্থী দলের সংখ্যা ১১ টি, ডান পন্থী দলের সংখ্যা ২৪ টি, মধ্য বাম পন্থী ৭ টি, মধ্য ডান পন্থী ৩ টি, কেন্দ্র পন্থী ২টি, মধ্যমপন্থী ২ টি। মতাদর্শ অনুযায়ী ৩৬টি দলের তথ্য পাওয়া যায়। বাংলাদেশী জাতীয়তাবাদ এ বিশ্বাসী দল ১১ টি, মার্কসবাদ-লেনিনবাদ ৪ টি, মুজিববাদ ২টি, সমাজতন্ত্র ৩টি, ইসলামী ও ইসলাম বাদ ১১টি দল, সুফিবাদ ২টি, মানবতা বাদ ১ টি ও প্রগতিশীল ২টি দল।
অবস্থান গত দিক থেকে বাম রাজনৈতিক দল সংখ্যায় ১৮টি এবং ডানপন্থী রাজনৈতিক দল ২৭ টি। অর্থাৎ ডান পন্থী রাজনৈতিক দলের অবস্থান সুদৃঢ় ও
শক্তিশালী। আবার মতাদর্শের দিক থেকে বাংলাদেশী জাতীয়তাবাদ সমর্থীত দল সংখ্যা ১১ টি, ইসলাম ও ইসলামবাদ সমর্থিত দল সংখ্যা ১১ টি, বাকী মার্কসবাদ, মুজিববাদ, সমাজতন্ত্র, সুফিবাদ, মানবতা, প্রগতিশীলসহ এই ৬ মতাদর্শ মিলে দল হলো ১৪টি।
সারকথা হল ৮টি মতাদর্শের ৩৬টি দলের মধ্যে ২টি মতাদর্শে (১১+১১)= ২২টি দল, অপর দিকে ৬ টি মতাদর্শ মিলে ১৪ টি দল। আমরা ২টি মতাদর্শ এক হতে পারিনি, তারা ৬টি মতাদর্শ এক হয়ে টানা ১৭ টি বছর চালিয়েছে স্টিমরোলার।
এখন সিদ্ধান্ত আপনাদের। ৬টি মতাদর্শ এক হয়ে কাজ করতে পারলে আপনাদের ২টি মতাদর্শে কি সমস্যা ???